Use your mobile as computer mouse and keyboard.
আজকে আমাদের আলোচনার বিষয়ঃ
মোবাইলকে কম্পিউটারের মাওস ও কিবোর্ড হিসাবে ব্যবহার কিভাবে করবো।
এই পদ্ধতিতে আমরা মোবাইলকে কম্পিউটারের মাওস ও কিবোর্ড করে নিবো। কম্পিউটারের ফোল্ডর গুলোকে মোবাইলদিয়ে নিয়ন্ত্রন করবো। অর্থাত কম্পিউটারকে মোবাইলদিয়ে রিমোট করে নিবো।
এর জন্য অবশ্যই Laptop / Computer এবং Mobile phone একই wifi এর আওতায় থাকতে হবে।
প্রথম ধাপঃ
তারজন্য সুরুতে আমরা computer এর browser এ গিয়ে monect.com এই website এ প্রবেশ করবো।
( প্রত্যেক screen picture কে click করলে এর মূল ভিডিওর এই অবস্থানের time এ যেতে পারবেন)
এবং তারপর download menu টিতে click করে প্রেবেশ করবো। এতে নিচের মতো option দেখতে পাবো।
এখান থেকে আমরা যার যার কম্পিউটার version অনুযায়ি software টিকে download করে নিবো।
Download কৃত zip folder টিকে extract করে নিবো। তার জন্য আমি Zipware software টি ব্যবহার করে থাকি। (Zipware download link : http://zipware.findmysoft.com/download/)মূল software, এটাকে install করে নিবো। কিভাবে install করা যায় picture টিতে ক্লিক করলে ঐ time চলে আসবে, ভিডিওর।
Install হয়ে গেলে দুইটা window চলে আসবে, নিচের মতো।
এখানে প্রদর্শিত নিচের দ্বিতীয় window টি আমার প্রয়োজন নেই।Update version দিতে চাইলে update option টি click করতে পারেন, এখান থেকে। তো আমি close করে দিলাম।
আর প্রথম window টিতে দেখতে পাচ্ছেন No device connected একটা কথা লেখা আছে, এখানে কোন mobile phone connection করলে প্রদর্শন করবে। আর GENERATE QR CODE এই অপশনটি ধারা মোবাইলকে qr code এর মাধ্যমে connect করা যাবে। তো কিভাবে mobile phone কানেক্ট হবে তা দ্বিতীয় ধাপে দেখাচ্ছি।
দ্বিতীয় ধাপঃ
Mobile এর google play store এ যাবো। এবং pc remote লিখে search করবো এবং এটাকে install করে নিবো।
Install করা হয়ে গেলে open করে নিবো।
তো এখানে নিচের দিকটাতে নিচের ছবির মতো menu bar দেখতে পাবো। এর প্রথম option টি touchpad, তারপর games, তারপর layouts, তারপর utility tools এবং সবার শেষে me option টি রয়েছে।
তো প্রথমে me option টিতে যাবো। এতে নিচের মতো screen দেখতে পাবো। Picture টিতে red color দিয়ে দেখিয়ে দিয়েছি connect option টি, যার মাধ্যমে computer এর সাথে connect হবে।
Connect করা হয়ে গেলে চলুন প্রয়োজনীয় option গুলো করে দেখাচ্ছি।
প্রথমে চলুন utility tools নামক option টিতে যাই। এখানের সবচেয় ভালো option হচ্ছে this pc অপশন টি। নিচের ছবিতে দেখুন।
এই this pc option টিতে ক্লিক করলে আপনার computer এর সমস্ত folder mobile phone এ দেখতে পাবেন । আপনার প্রয়োজনীয় file টিতে ক্লিক করলে কিছু প্রয়োজনীয় option দেখতে পাবেন। নিচের পিকটির মতো।তো অপশন গুলোর মধ্যে Download option টির মাধ্যমে computer থেকে file টি আপনার ফোনে নিয়ে নিতে পারবেন। তাছারা Delete, rename, properties এ অপশন গুলোও খুব কার্যকরি।
এখন আমরা Touchpad option টিতে যাই। এ option টি দ্বারা mouse এর কাজ করা যায়া।নিচের picture টিতে এর অংশগুলো লক্ষ করুন।সবগুলো parts এর নাম দেয়া হয়েছে।
সুতরাং বুঝতেই পারছেন কিকরে এই touchpad কে mouse হিসাবে ব্যবহার করবেন।
তাছারা কিবোর্ড অপশনটি কোথায় খুজে পাবেন, তা দেখালাম। ওপরের menu bar টিতে keyboard option টি রয়েছে।
আমরা বাংলা ইংরেজী উভয় টাইপ করতে পারবো। আমি ridmic keyboard টি android phone এ use করি এবং তা দিয়েই অনায়েসে বাংলা ইংরেজী খুব ভালো করে টাইপ করা যায়।
তাছারা computer এর main কিবোর্ড ও আছে। ছবি অনুযায়ি এই menu bar এ more option নামে যে option টি আছে তাতে click করলে typewriter keys, calculator, function keys etc মূল্যবান option গুলো আছে।
এই Typewriter keys অপশনটিই হচ্ছে computer এর main keyboard option এর কাজ করবে। এতে click করলে
নিচের মতো keyboard এসে হাজির হবে।এ দ্বারা আমরা সম্পূর্ন computer keyboard এর all function খুজে পাবো।
তো এপর্যন্তই সমাপ্ত। আমরা এখন মোবাইলকে wireless করে computer এর মাওস ও কিবোর্ড হিসাবে ব্যবহার করতে পারতেছি।
No comments