MARPOL
MARPOL হল The International Convention for the Prevention of Pollution from Ship.
Marine Pollution রোধ করার জন্য এটি বিভিন্ন আইন প্রনয়ন করে থাকে। সমুদ্রপথে যখন ship চলাচল করে তখন বিভিন্ন বর্জ্য, ময়লা, Sewage system, Noxious liquid এবং শিপের দূর্ঘটনা সমূদ্রকে দূষন করে। এসব pollution সহ আরো অন্যান্য pollution রোধকল্পে IMO এর তত্বাবধানে MARPOL convention গঠিত হয়।
2 Nov 1973 সালে এ convention টি গঠিত হয় কিন্তু তখনও কার্যক্রম চালু হয়নি। 76 - 77 সালের মাঝামাঝি একটি tanker দূর্ঘটনার পর 1978 সালে একটি protocol গ্রহন করা হয় যা ছিল একটি parent convention এবং এটি 2 Oct 1983 সালে কার্যক্রম হয়।পরবর্তিতে এই convention কে সংস্কার করে একটি protocol গ্রহন করা হয়, যাতে নতুন Annex VI অন্তর্ভুক্ত হয়। 19 May 2005 সালে এটির কার্যক্রম শুরু করে এবং এ বছরই MARPOL update হয়।
Ship এর দূর্ঘটনার কারনে, pollution এবং routine operation এর কারনে যে দূষন হয় তা রোধ ও কমানোর জন্য, এ convention এর আওতায় নতুন করে রেগুলেশন অন্তর্ভুক্ত করা হয়।
MARPOL Annexes:
Annex I : Regulation টি ship এর oil দ্বারা দূষন রোধ করার জন্য কার্যক্রম হয়। এর উদ্দেশ্য হল ship এর accidental discharge এর কারনে oil দূষন প্রতিরোধ করা। 2 Oct 1983 সালে এটির কার্যক্রম শুরু হয়। 1992 সালের নতুন সংস্করণে Annex I এর নিয়ম হল নতুন oil tanker এ অবশ্যই double hull থাকবে।
Annex II : এই regulation টি Noxious Liquid Substance in bulk দূষন নিয়ন্ত্রনের জন্য গঠিত হয় এবং 2 Oct 1983 সালে পূর্ণ কার্যক্রম শুরু করে।
Annex III : Ship এ harmful substance যা packed আকারে বহন করা হয় এমন ক্ষতিকর বস্তুর দূষন নিয়ন্ত্রনের জন্য এই regulation টি গঠিত হয়, যা 1 Jul 1992 সালে কার্যক্রম শুরু করে।
Annex IV : এই regulation টি ship এর sewage system দ্বারা pollution রোধ কল্পে কাজ করে থাকে।Annex IV 27 Sep 2003 সালে কার্যক্রম শুরু করে।
Annex V : এই regulation টি ship এর garbage বা ময়লা আবর্জনা দ্বারা সমূদ্রে যে দূষন হয় তা প্রতিরোধের জন্য কাজ করে। এটি 31 dec 1988 সালে এর পূর্ন কার্জক্রম চালু করে।
Annex VI : Ship দ্বারা বাতাস দূষন নিয়ন্ত্রনের জন্য এই regulation টি গঠিত হয়। এটি 19 May 2005 সালে কার্যক্রম চালু করে।
HOW MANY ANNEXES OF MARPOL AND WHAT ARE THEY?
ANNEX I: Regulation for the prevention of pollution by oil.
ANNEX II: Regulation for the control of pollution by noxious liquid substances in bulk.
ANNEX III: Regulation for the prevention of pollution by harmful substances carried by sea in packaged form.
ANNEX IV: Regulation for the prevention of pollution by sewage from ship.
ANNEX V: Regulation for the prevention of pollution by garbage.
ANNEX VI: Regulation for the prevention of air pollution from ship.
Immediately after the survey on board, required international certificates for proving environmental protection, such as:
- IOPP (MARPOL I)
- NLS (MARPOL II)
- CPDG (MARPOL III)
- ISPP (MARPOL IV)
- Garbage Certificate of Compliance (MARPOL V)
- IEE (MARPOL VI)
- IAPP (MARPOL VI)
- EIAPP (MARPOL VI & NOx Technical Code)
No comments