Shipping Business Rules
Shipowner কে?
Ship এর মালিক হল একটি Merchant Vessel এর মালিক অর্থাৎ কমার্শিয়াল ship এর মালিক। সাধারনত বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত ship নিয়েই একজন shipowner তার ব্যবসা সুসংগঠিত করে থাকেন।
ব্যাখ্যাঃ
Shipowner ship কে এমনভাবে সজ্জিত করেন যা সাধারনত মালামাল বা পন্য সরবরাহের কাজে ব্যবহৃত হয়। এক্ষেত্রে দুটি port এর মধ্যে মালামাল বা cargo transport এর জন্য একটি price বা freight rate নির্ধারন করা হয়। Ship এর যাবতীয় কর্মকান্ড পরিচালনা করার জন্য তিনি Licensed প্রাপ্ত Crew এবং Captain দের নিয়োগ দিয়ে থাকেন। সাধারনত একজন shipowner তার একটি shipping company গঠনের মাধ্যমে সমস্ত কার্য পরিচালনা করেন। Shipowner কম্পানির মাধ্যমে Vessel বা ship কে technically management করে থাকেন।
Ship ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কী কী Document থাকতে হয়?
একটি Ship ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেসব তথ্য থাকে তা নিম্নরূপঃ
- Ship's specification
- Ship's registration number
- Ship's order number
- Ship order এর place
- Ship বিক্রয় বা ক্রয় মূল্য
- Ship ক্রয়-বিক্রয়ের receipt number
- Ship ক্রয়-বিক্রয়ের তারিখ
- Ship তৈরির কম্পানির নাম
- কোন দেশের তৈরি
- Ship এর engine বা অন্যান্য machineries বা যন্ত্রপাতির পরিচিতি নাম্বার
- Ship এর survey report
- Product ID
- Validate ইত্যাদি।
- Chemical composition test
- Heat treatment
- Test materials
- Mechanical test
- Retest method
- Rectification of defectives material
- Identification of materials
- Non destructive examination (NDE)
- Tensile test
- Impact test
- Ductility test for pipe and tube
- Embrittlement test
- Crack tip opening displacement test
- Bending test
- Hardness test
- Corrosion test
- Test নমুনা (specimens) প্রস্তুতি
- Testing machine
- Testing specimens বাতিল (discarding) করা
- Retesting procedures
- প্রতিটি ship এর যাবতীয় তথ্যসহ একটি specification থাকা আবশ্যক।
- Ship এর Hull identification number থাকতে হবে।
- জাহাজের engine ও অন্যান্য machineries equipment এর পরিচিতি number বা identification number অবশ্যই লেখা থাকতে হবে।
- প্রত্যেক ship এর জন্য registration number ও document number থাকতে হবে।
- Ship ক্রয় বিক্রয়ের নিদৃষ্ট তথ্য উল্লেখ থাকবে।
- Ship এর order number উল্লেখ থাকতে হবে।
- Route group এবং route code উল্লেখ করতে হবে।
- Customer id এবং location উল্লেখ থাকতে হবে।
- Ship এর অবশ্যই Validate উল্লেখ থাকতে হবে।
- Survey বা জরিপ বিষয় সম্পর্কিত তথ্য উল্লেখ থাকতে হবে। সাধারনত কতদিন পরপর শিপ সার্ভে করা হবে তা উল্লেখ থাকা আবশ্যক।
- আন্তর্জাতিক safety management code মেনে ship এর design, construction, modify বা সজ্জিত করতে হবে।
- Marine administration দ্বারা ship কে survey করতে হবে। Survey কার্য সবসময় update রাখতে হবে।
- Ship কে সন্তোষজনক condition এ রক্ষনাবেক্ষণ করতে হবে।
- কোন প্রকার অনুমোদন ছাড়া ship এর modify করা যাবে না।
- Ship captain বা master এবং crew গনকে অবশ্যই সুসঙ্গত MARPOL Procedure দ্বারা প্রশিক্ষন ও নির্দেশিত হতে হবে।
- Operational প্রয়োজনীয় জিনিসপত্র যথাযথ ও সঠিকভাবে পরীক্ষিত হতে হবে।
- Ship এর Construction, conversion, modification এর জন্য ব্যবহৃত materials এবং অন্যান্য marine structure এবং associate machine সমূহ Lloyd's register Rules অনুযায়ী manufactured, tested এবং inspected হতে হবে।
- অনুমোদিত manufacture কৃত materials এর তালিকা।
- Ship construction কাজে অনুমোদিত welding।
- Paints, resins, reinforcement এবং associated materials।
- Approved Anchor এর তালিকা।
- Approval and survey requirements
- Material survey পরিকল্পনা (scheme)
- Materials quality পরিকল্পনা
- Certification of materials
- LR certificate
- LR কতৃক স্বীকৃতিপ্রাপ্ত manufacturer's certificate
- Manufacturer's certificate
- Materials quality scheme (পরিকল্পনা) এর উপর ভিত্তি করে manufacturer's certificate
No comments