Concept of Maritime Laws
Maritime Law এর definition:
যে সকল law সমূহ ship এর registration, license, survey পদ্ধতি, ship contract, insurance, পন্যসামগ্রী ও passenger পরিবহন এবং marine environment রক্ষার সাথে সম্পর্কিত, সেসব low সমূহকে maritime law (সামুদ্রিক আইন) বলে।
এক কথায়ঃ
A specialized body of law particular to transportation by water.
IMO কতৃক Maritime Law এর definition:
Maritime shipping এবং এর সাথে সম্পর্কিত relevant activities গুলো legal regulations দ্বারা governing হবে। সমুদ্রের ব্যবহার, সমুদ্রের resource গুলোর exploitation এবং marine environment এর protection ইত্যাদি maritime law এর অন্তর্ভুক্ত।
Maritime law এর গুরুত্ব:
বর্তমান শতাব্দিতে সামুদ্রিক কার্যে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক roles এবং regulation ব্যবহারেই maritime law এর গুরুত্ব প্রকাশ পায়।
Seafarers এবং marine life system এর জন্য 1920 -1941 সালে ILO maritime labor convention তৈরি করেছিল, যাতে করে marine life এ employee রা যথাযথ মর্যাদা ও তাদের সুযোগ সুবিধা যথাযথভাবে ভোগ করতে পারে। Maritime transportation এবং trade সমূহের উন্নয়নের জন্য United Nations বিভিন্ন ধরনের রুলস ও রেগুলেশন তৈরি করেছে, যা shipping labor এবং trade সমূহের জন্য ব্যবহৃত হয়। Shipping business এর সাথে জরিত সকলকে maritime law মেনে চলতে হয় এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হয়। Maritime law এর আওতায় প্রত্যেক শিপিং ব্যবসায়ী, labor, ship transportation, safety, marine environment ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।
Source of Maritime law:
প্রাচীন কাল থেকে Maritime law প্রতিষ্ঠিত। 1160 সালে Europe এ advance sea code 'Compilation of rules on sea' প্রতিষ্ঠিত হয়। পরবর্তিতে special court এর মাধ্যমে কিছু সমস্যা পুনরায় সংশোধন করে England এ Maritime Law উন্নত করা হয়। America তে sea সম্পর্কীয় বা ship চালনা সম্পর্কীত কারণে কিছু আইন ব্যবহৃত হয়, যা বিভিন্ন state থেকে এসেছে। যাইহোক Maritime Law সাধারণত সতন্ত্র নীতিতে পরিচালিত হয়। কারন কিছু আইন US House of Congress দ্বারা পাস করা এবং সুধুমাত্র Maritime Law সম্পর্কিত ব্যাপারে বিশেষ আইন federal Court দ্বারা তৈরি করা হয়েছে। কিন্তু অন্যান্য দেশে Maritime Law প্রধানত নিম্নোক্ত উৎস হতে এসেছে।
- Legislations (আইন প্রনয়ন)।
- International Maritime Convention.
- Customs (রীতিনীতি)।
No comments