header

Engineering Solution

Smart Technical Assistance Center, BD

Select blog language from Bangla to -

Create blogger website part 1


আমরা blogspot এ সুন্দর এবং সহজ blogging website তৈরির কাজ করবো। কিভাবে customization করবো সে বিষয় নিয়েই আজকের টপিক। তো blogger website টি প্রথমে একটি sub domain এ থাকে এবং পরে একে top domain করা যায়। শুরুতেই বলে নিচ্ছি blogger হচ্ছে একটি google এর platform. Google সকলকে সুযোগ দিচ্ছে এই platform এ কাজ করার জন্য। এখানে theme আপনাদের জন্য already তৈরি করা আছে। সুধু একটু customization করে নিতে হবে, যা খুব কঠিন কিছু নয়। এই customization শেষ হয়ে গেলে আপনারা নিজেদের মতো blogging করতে পারবেন, writing করতে পারবেন। Magazine বা পত্রিকার মতো লেখালেখি করতে পারবেন, সকলের সামনে presentation করতে পারবেন। আপনার প্রতিভার যথার্থ ব্যবহার করতে পারবেন। এতে কোন high level এর customization, html, css, javascript, php, python কিংবা bootstrap এগুলোর কোনটিরই দরকার নাই। Simply edit করা যাবে, writing করা যাবে, google absence এর approval খুব সহজ এবং ঘরে বসেই টাকা আয় করা যায়।
তো প্রথমে আমরা blogger.com এ প্রবেশ করবো এবং এখান থেকে create your blog এই option টি click করে, আমাদের Gmail account দিয়ে প্রয়োজনে password ব্যবহার করে নিবো এবং account টি তৈরি করে নিবো। তো নতুন account টিকে একটা একটা করে customization করে নিবো।
প্রথমে আমরা setting option এ যাবো। এখানে প্রথমে title option টিতে click করবো এবং একটা সুন্দর title আমরা দিবো। 

No comments

Powered by Blogger.